১০০০০-র বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ IBPS-র, এখনি আবেদন করুন
IBPS RRB Exam 2021
INSTITUTE OF BANKING PERSONNEL AND SELECTION -এর REGIONAL RURAL BANKS -এ দেশজুড়ে ১০,০০০-এর বেশি গ্রুপ ‘এ’ এবং গ্রুপ 'বি' পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
আবেদন শুরুর তারিখ - ৮ জুন, ২০২১
আবেদন শেষের তারিখ - ২৮ জুন, ২০২১
আবেদন ফি :
অফিসার এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে।
তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৫ টাকা জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার আগে ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোডের তারিখ - ৯ জুলাই, ২০২১।
পরীক্ষার আগে ট্রেনিং- ১৯ থেকে ২৫ জুলাই, ২০২১।
অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড - জুলাই বা অগস্ট, ২০২১।
প্রিলিমিনারি পরীক্ষা - অগস্ট, ২০২১।
বিস্তারিত জানতে নজর রাখুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊