Latest News

6/recent/ticker-posts

Ad Code

Amazon বয়কটের ডাক কর্ণাটকবাসীর! কিন্তু কেন?

Amazon বয়কটের ডাক কর্ণাটকবাসীর! কিন্তু কেন?





কিছুদিন আগেই কন্নড় ভাষাকে ভারতের কুতসিৎ ভাষা হিসেবে দেখিয়ে বিতর্কের মুখে পড়ে গুগল। এবার, বিতর্কে আমাজন। সেই ক্ষত শুকোতে না শুকোতেই এবার আমাজনের ‘কীর্তি’তে ক্ষুব্ধ তাঁরা। 



সম্প্রতি ই-কমার্স ওয়েবসাইট আমাজনে কর্নাটকের অফিশায়াল পতাকার রং ও চিহ্ন ব‍্যবহৃত বিকিনি বিক্রি হচ্ছে। তাতেই বেজায় ক্ষেপেছে কর্ণাটকের মানুষজন। ইতিমধ‍্যে আমাজন বয়কটের ডাক দিয়েছে তাঁরা। এই ঘটনায় কর্ণাটকের সম্মানহানি হয়েছে বলেই আমাজন কানাডার বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে। তবে শুধু কানাডা নয়, জাপান, ব্রিটেন ও মেক্সিকোর আমাজন সাইটে গেলেও এই বিকিনি দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন দক্ষিণ ভারতের রাজ্যটির মানুষজন। 


বিকিনির স্ক্রিনশট ইতিমধ‍্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপর থেকেই রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, কেন মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করা হচ্ছে? 


কর্ণাটকের রক্ষণা বেদিকার সদস্য প্রবীণ শেট্টি ইতিমধ্যেই আমাজন বয়কটের ডাক জানিয়েছেন, “এই প্রতীক এবং রং সাত কোটি কন্নড়ভাষীর গর্ব। আর আমাজন তা ব্যবহার করে বিকিনি তৈরি করে বিক্রি করছে। ওরা একেবারেই এটা ঠিক করছে না। এভাবে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কন্নড়ভাষীদের ভাবাবেগে আঘাত করছে ওরা।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code