উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমার সময় বাড়াল বোর্ড








করোনা সংক্রমণের জেরে বিশেষজ্ঞ কমিটি ও জনমতের ওপর ভর করেই বাতিল হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে বোর্ডের তরফে বাতিল পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে।


উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।


অন্যদিকে উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমার শেষ দিন বেড়ে হল ২৮ জুন। ফলপ্রকাশের পর ৬ মাস খাতা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আগে সংসদের তরফে জানানো হয় ২৩ জুনের মধ্যে জমা দিতে হবে নম্বর। সংসদের আঞ্চলিক বা কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ জুন বা তার মধ্যে জমা দিতে হবে একাদশের বার্ষিক পরীক্ষার নম্বর।


সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হতে পারে ২৫-৩০ জুলাইয়ের মধ্যে।