Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লীর উপকন্ঠে কৃষক আন্দোলনে ৭ মাস পূর্তি উপলক্ষে মিছিল ও সভা ইন্দাসে

দিল্লীর উপকন্ঠে কৃষক আন্দোলনে ৭ মাস পূর্তি উপলক্ষে মিছিল ও সভা ইন্দাসে




রঞ্জিত ঘোষ, বাঁকুড়াঃ


সংযুক্ত কিষান মোর্চা এবং কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে আজ সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে নয়া কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল ।সেইমত শনিবার বাঁকুড়া জেলার ইন্দাস থানা কৃষক সভার উদ্যোগেও কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরোধীতায় এবং দিল্লির উপকণ্ঠে চলতে থাকা কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উপলক্ষ্যে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয় ইন্দাসে । 



দিল্লীর উপকন্ঠে চলতে থাকা কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উপলক্ষ্যে হওয়া এদিনের মিছিলটি ইন্দাস সি পি আই এম এর দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে সুপার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় । পাশাপাশি শনিবারের এই সভা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধেও স্লোগান তোলা হয় ।



এদিনের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব, অসীম দাস, ইন্দ্রাণী মুখার্জি প্রমূখসহ অন্যান্য নেতৃত্ব ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code