Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রান্তিক এলাকা ও গ্রামাঞ্চলের শিশুদের পুষ্টি জাতীয় খাবার বিতরণ বীরভূম পথপ্রদর্শক-র

প্রান্তিক এলাকা ও গ্রামাঞ্চলের শিশুদের পুষ্টি জাতীয় খাবার বিতরণ বীরভূম পথপ্রদর্শক-র




বর্তমানে পরিস্থিতিতে প্রান্তিক এলাকা ও গ্রামাঞ্চলে অনেক শিশু ঠিকমতো পুষ্টি জাতীয় খাবার পাচ্ছে না, আবার তৃতীয় ঢেউ আসছে ! বাচ্চাদের উপর ঝড় বইবে, সবকিছুকে মাথায় রেখে বীরভূম পথপ্রদর্শক পাঁচহাজার দুঃস্থ বাচ্চাদের কাছে পৌঁছে দেবে পুষ্টি জাতীয় খাবার বলে সির্ধান্ত নেয়।

 
সপ্তাহের দুইদিন করে সাঁইথিয়া শহর ও পাশ্ববর্তী আদিবাসী ও দুঃস্থ এলাকা বেছে মায়ের কোলের শিশু থেকে দশবছরের বাচ্চাদের দুধ,ডিম,বিস্কুট,কলা তুলে দিচ্ছে সাথে সচেতনতার উদ্দেশ্যে একটি করে মাস্ক ও স্যানিটাইজার ও তুলে দেয় প্রত্যেক শিশু ও এলাকার সাধারণ মানুষদের হাতে ! ইতিমধ্যেই তারা আটশত শিশুর কাছে পৌঁছে দিয়েছে পুষ্টিজাতীয় খাবার ! 


সাঁইথিয়ার ষোলোনং ওয়ার্ডের বেহুলাপাড়ায় এই কর্মসূচি তারা পালন করে সেখানে ২০০ জন শিশুর কাছে তারা তাদের সামগ্রী পৌঁছে দেয় । এছাড়াও হরিশরা পঞ্চায়েতর ভবানীপুর ও সাঁইথিয়া ৯ ও ১০ নং ওয়ার্ডে তাদের কর্মসূচি করে ফেলেছে । সংস্থার পক্ষ থেকে জানানো হয়, "আমরা গতবছর লকডাউনে ১২৭ দিন পথে ছিলাম,দ্বিতীয় ঢেউ তে আমরা প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছি, আমরা আমাদের কর্মসূচি এইভাবেই চালিয়ে যাবো আগামীতে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code