৩-০ -এ তুরষ্ককে হারিয়ে ইউরো কাপ দুর্দান্তভাবে শুরু করলো ইতালি
ইউরো কাপের শুরুটা দুর্দান্তভাবে করলো ইতালি। ঘরের মাঠে ৩-০ গোলে তুরস্ককে হারিয়ে দিল খেতাব জয়ের অন্যতম দাবিদার ইতালি। এদিন খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। এরপর দ্বিতীয়র্ধে ৫৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন তুরস্কের মেরি দেমিরাল। এরপর দ্বিতীয় গোল হয় ৬৬ মিনিটে। গোল করেন সিরো ইম্মোবিল। এরপর ৭৯ মিনিটে ইতালির হয়ে তৃতীয় গোল করেন লরেঞ্জো ইনসিগনে।
এদিনের ম্যাচে তিনটি শট নেয় তুরস্ক। কিন্তু এই শট গুলির একটিও গোলে ছিল না। ফলে ইতালির গোলকিপার জিয়ানলুইগি দোন্নারুম্মাকে একটিও শট বা হেড সেভ করতে পারেনি। অন্যদিকে ইতালি ২৪টি শট নেয় যার আটটি ছিল গোলের টার্গেট। এর মধ্যে তিনটি হয়েছে গোল। ইতালি ৮টি কর্নার পায়। সেখানে তুরস্ক মাত্র দু’টি কর্নার পায়, যার মধ্যে একটি একেবারে খেলার শেষমুহূর্তে। ইতালির বল পজেশন ছিল ৬৩ শতাংশ আর তুরস্কের মাত্র ৩৭ শতাংশ। ফলে সবদিক থেকেই এগিয়েছিল ইতালি।
এদিন ঘরের মাঠে প্রথমর্ধে গোল শূন্য হলে ইতালির ওপর একটা চাপ সৃষ্টি হয়। এই চাপ সামলে দ্বিতীয়র্ধে দর্শকদের এক ছন্দময় ফুটবলের উপহার দেয়। এদিন বিশেষ করে দ্বিতীয়ার্ধে অসাধারণ আক্রমণাত্মক ফুটবলের পরিচয় আজুরারি। এদিনের ম্যাচে মানচিনি ফেডেরিকো চিয়েসার বদলে ডমেনিকো বেরার্ডিকে খেলান। দুর্দান্ত খেলেন। একের পর আক্রমণে তুরস্কের রক্ষণকে ব্যতিব্যস্ত করে দেন। ইতালির রক্ষণে এদিন দুর্দান্ত খেলেন অধিনায়ক জিওর্জিও চিয়েলিনি।
ইতালির পরবর্তী ম্যাচ ১৭ জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊