Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ! বঙ্গভঙ্গের দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র !

উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ! বঙ্গভঙ্গের দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র !





উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি তুলে বিতর্কের শিরোনামে বিজেপি সাংসদ জন বার্লা। এর মাঝেই এবার ফের রাজ্য ভঙ্গের দাবি তুলে বিতর্ক তৈরি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি করলেন সৌমিত্র খাঁ।




এই বিষয়ে সংবাদমাধ্যমকে সৌমিত্র বলেছেন, 'মুখ্যমন্ত্রীর তোলা বহিরাগত দাবির রেশ টেনেই পৃথক রাজ্যের দাবি উঠবে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ৫০ কিলোমিটারের পরিধির মধ্যে ২৩ জন মন্ত্রী। উত্তরবঙ্গ বা অন্য জায়গার মন্ত্রী নেই। রাঢ়বঙ্গ থেকে মাত্র ১ জন মন্ত্রী। বাকি সবাই হাফ প্যান্ট মন্ত্রী। আমাদের এলাকার সাধারণ মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের কর্মসংস্থান নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্য সরকারের কোষাগারে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার মানুষ কিছু পাচ্ছে না। আগামী দিনে রাঢ়বঙ্গে এই দাবি উঠতে পারে।'




সৌমিত্র খাঁ আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে আখ্যা দেন, সেভাবে রাঢ়বঙ্গের ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলবে। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ। বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্যের দাবি জানাব।'




রীতিমতো এই সৌমিত্রের এই দাবি বিতর্ক তৈরি করেছে। উল্লেখ‍্য, নির্বাচনের ফল ঘোষনার পর সোশ‍্যাল মিডিয়া জুড়ে বাংলা ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা রাজ‍্যের দাবি তুলেছে একদল নেট নাগরিক আবার সেই দাবির বিরোধীতায় সরব হয়েছে আর একদল নেট নাগরিক। নেট পাড়া থেকে এবার সেই বাংলা ভাগ রাজনৈতিক দরবারে। এই বাংলা ভাগের দাবি নিয়ে আগে থেকেই সরাসরি বিজেপির দিকেই আঙুল উঠেছে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ও বিজেপির দিকে আঙুল তুলে ধিক্কার জানিয়েছে। তবে জন বার্লার মন্তব‍্য নিয়ে বিজেপির তরফে জানানো হয়েছে এটা দলগত দাবি নয় কারো ব‍্যক্তিগত দাবি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code