Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা ভ‍্যাকসিনের জন্য এবার নিজস্ব পোর্টাল রাজ‍্যের

করোনা ভ‍্যাকসিনের জন্য এবার নিজস্ব পোর্টাল রাজ‍্যের





করোনার ভয়াল থাবা দ্বিতীয় ঢেউয়ে দেশকে টালমাটাল করেছে। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে রেক‍র্ড গড়েছে ভারত। বাংলাতেও দৈনিক সংক্রমণের সংখ‍্যা এক সময় চিন্তিত করে তুলেছিল। একাধিক বিধি নিষেধ জারির পর সংক্রমণ কমেছে। এদিকে জোর কদমে ভ‍্যাকসিন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর সেই চেষ্টায় গতি আনতে এবার নিজস্ব পোর্টাল আনছে রাজ‍্য এমনটাই সূত্রের খবর। গতকাল এই নতুন সাইটটির উদ্বোধনের কথা থাকলেও বেশ কিছু কারনে তা হয়নি বলে জানা গিয়েছে। 


জানা গিয়েছে- ভ্যাকসিন দেওয়ার গতি বাড়াতে ও প্রক্রিয়ার সরলীকরণের জন্যই রাজ্যের নিজস্ব পোর্টাল চালু হতে যাচ্ছে । যার পোশাকি নাম BenVax


BenVax নামের এই পোর্টালেই এবার ভ‍্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ‍্য‍ মিলবে। এমনকি এই পোর্টালের মাধ‍্যমে ভ‍্যাকসিনের স্লট বুকিং থেকে শুরু করে ভ‍্যাকসিন সংক্রান্ত যাবতীয় আপডেট মিলবে।


টিকাকরণের পাশাপাশি টিকা সংক্রান্ত গবেষণাতেও সাহায্য করবে পোর্টালটি। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের দিন কবে , কারও টিকা নেওয়ার রেজিস্ট্রেশন করা থাকলে, টিকা নিতে কবে, কখন, কোথায় পৌঁছে যেতে হবে তা মেসেজ পাঠিয়ে জানানো হবে। এমনকি মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত শংসাপত্রও মিলবে এই সাইট থেকে।


বেঙ্গলের ‘বেন’ এবং ভ্যাকসিনের ‘ভ্যাক্স’ জুড়েই নামকরণ করা BenVax. পোর্টালটিতে অনেকগুলো সেকশন রয়েছে। তবে এখান থেকে শুধুমাত্র Covishield এবং Covaxin ই সিলেক্ট করা যাবে। অন্য কোন বিকল্প এখনো নেই। কাকে কোভ্যাক্সিন টিকা দেওয়া হল কিংবা কে কোভিশিল্ড টিকা পেলেন টিকাকরণ কতটা কার্যকর হল, ভ্যাকসিন নেওয়ার পর ফের কেউ করোনা সংক্রমিত হলেন কি না, সেসব তথ্যও মিলবে অনায়াসে।

Link- http://benvax.wbhealth.gov.in  এখনো শুরু হয়নি সাইটিটি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code