ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের পর এবার গ্রিন ফাঙ্গাস, উপসর্গ ও সাবধানতা জেনে নিন বিস্তারিত
করোনা সংক্রমণের মাঝেই নয়া আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের দাপটে কার্যত ডবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের পর এবার গ্রিন ফাঙ্গাস। সম্প্রতি ভারতে করোনা আক্রান্ত এক যুবকের শরীরে মেলে এই ছত্রাকের সংক্রমণ। বছর চৌত্রিশের এক যুবক ১০০ শতাংশ ফুসফুসে করোনা সংক্রমণের পর চিকিৎসা করে করোনা জয় করে বারি ফেরেন। এরপর নাক দিয়ে রক্ত পড়া, দুর্বলতার মতো একাধিক উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা নিরিক্ষা করে জানা যায় তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত। নয়া এই ছত্রাকের চিন্তায় এখন মানুষ।
গ্রিন ফাঙ্গাস আদতে অ্যাসপারগিলোসিস। বাড়ির বাইরে, ভিতরে দু’জায়গাতেই থাকতে পারে এই ছত্রাক। হাওয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তবে যাঁদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম, তাঁরা এই ধরনের ছত্রাকের প্রকোপে অসুস্থ হয়ে পড়েন।
করোনা জয় করা যাদের ফুসফুসের সংক্রমণ বেশি তাঁদের গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, মারাত্মক ইনফ্লুয়েজা রোগী্ কেমো থেরাপি চলছে তাঁরাও গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন।
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের উপসর্গ প্রায় একইরকম উপসর্গ গ্রিন ফাঙ্গাসের। কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, শ্বাসকষ্ট, ওজন কমে যাওয়া, জ্বর, ক্লান্তি-সহ একাধিক উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর সংক্রমণ থেকে বাঁচতে ধুলো বালির জায়গায় এড়িয়ে চলা, বসময় এন ৯৫ মাস্ক ব্যবহার, হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊