জন্মদিনের খরচ বাঁচিয়ে দুঃস্থ পরিবারকে সাহায্য ব্যবসায়ীর,সাথে থাকলো ফেসবুক গ্রুপ




নিজস্ব সংবাদদাতা, শচীন পাল,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম:-

মহামারী ঠিক একদিন কেটে যাবে। মানুষের মনে গেঁথে থাকবে এই বিপদের দিনে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর কথা। নানাভাবে পাহাড় থেকে সাগর,নিরন্তর কিছু মানুষ ছুটে চলেছেন এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।সুবর্ণরেখা অববাহিকার মানুষও এই মহামারীর সময় সাধ্যমতো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।অনেকেই উদ্যোগী হয়ে অসুস্থ মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন পথ্য ও খাদ্যসামগ্রী। তেমনিভাবে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক একটি সমাজ মাধ্যম গ্রুপের সদস্যরাও বিগত একবছরের বেশি সময় ধরে বারবার মানবিক কাজের ছাপ রেখে চলেছেন।



তাঁরা যেমন ইয়াস ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন ত্রাণ ও সাহস দিয়ে পাশে থাকতে, তেমনি এই দুঃসময়ে দুঃস্থ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, সহমর্মিতার ডালি সাজিয়ে। রাতেদিনে রক্তের প্রয়োজনে ছুটে চলেছেন হাসপাতালের দরজায়। এলাকার সাধারণ মানুষও তাঁদের এই প্রচেষ্টায় বাড়িয়ে দিয়েছেন হাত। এই ধারার সঙ্গে সাজুজ্য রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গোপীবল্লভপুরের ক্ষুদ্র ব্যবসায়ী অশ্বিনী দাস(মানু)। বৃহস্পতিবার জন্মদিন ছিল গোপীবল্লভপুর হাতিবাড়ি মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী, অশ্বিনী দাসের(মানু)। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জন্মদিনের অনুষ্ঠান সেভাবে করবেন না। তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়ে জন্মদিনের খরচের সেই অর্থ তুলে দিয়েছিলেন "আমারকার ভাষা আমারকার গর্ব" গ্রুপের অন্যতম পরিচালক এডমিন বিশ্বজিৎ পালের হাতে। 


অশ্বিনী বাবুর সাহায্যের সাথে গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্য নিজেরা কিছু অর্থসাহায্য যোগ করে লকডাউনে সমস্যায় থাকা দুটি দুঃস্থ পরিবারের হাতে, একমাসের করে রেশানসামগ্রী তুলে দেন। পাশাপাশি এলাকার দুজন ভবঘুরে মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি গ্রুপের উদ্যোগে গোপীবল্লভপুর এলাকায় বেশকিছু চারাগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং গাছ লাগানোর জন্য উপযুক্ত জায়গার সন্ধানে বেশ কিছু এলাকা ঘুরে দেখেন গ্রুপের সদস্যরা। এদিন গ্রুপের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দিয়ে অশ্বিনীবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।


উপস্থিত ছিলেন, কবি সাহিত্যিক, শিক্ষক, চাকুরীজীবি, ছাত্র, ব্যবসায়ী নানার পেশার সাথে যুক্ত সদস্যরা। উপস্থিত ছিলেন আনন্দ বিশুই, মুরলীধর বাগ,সওকত আলি সা, কিশোর কুমার রক্ষিত, অনিমেষ সিংহ,শিব পাণিগ্রাহী,প্রমিশ প্রতিম পাঁঞ্জা,মণিময় সাউ, বুবুল বাগ, পায়েল সাউ, রাজীব বেরা, আকাশ দাস, দেবাশীষ দাস, নরসিংহ পৈড়া, পবন খামরী,সুমন বেরা,কৌস্তভ পাত্র,নিগমানন্দ পাত্র,তন্ময় বক্সী,উত্তম বাগ,আকাশ দাসসহ অন্যান্য সদস্যরা।