জেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন
পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ীকা সম্পা ধারা ।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে কোভিড প্রতিরোধের উদ্যেশ্যে মাস্ক ও সাবান বিতরন করা হলো বর্ধমান শহরের প্রান কেন্দ্র কার্জনগেট চত্বরে ।
এদিন শহরের পথচলতি ২হাজার মানুষদের হাতে এই মাস্ক ও সাবান তুলে দেওয়া হলো ।এদিন এই মাক্স ও সাবান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ীকা সম্পা ধারা,জিলা পরিষদের মেন্টর উজ্বোল প্রমানিক,জিলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাদক্ষ বাগবুল ইসলাম সহ জিলা পরিষদের অনান্য কর্মাদক্ষরা উপস্থিত ছিলেন এদিন এখানে ।
এদিন সভাধিপতি তথা বিধায়ীকা সম্পা ধারা বলেন মানুষকে আরও বেশি সচেতন হতে হবে আজ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ মাক্স ও সাবান দেওয়া শুরু করলাম আগামীদিনে জেলার প্রতিটি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে আমাদের জেলাপরিষদের সদস্যরা পৌছে দেবে মাক্স ও স্যানিটাইজার ।এছারাও তিনি আরও বলেন মানুষজন অনেকটাই সচেতন হয়েছেন পূর্ব বর্ধমান জেলায় এখন করোনার সংখ্যা অনেকটাই কমে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊