Student's Credit Card Scheme:  ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জেনে নিন বিস্তারিত




তৃতীয়বার সরকার গড়বার পরই  একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের আর্থিক ভাবে সাহায্যের জন্য নির্বাচনি ইস্তাহারে বলা ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের কাজ শুরু  হয়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মাধ্যমিক থেকে সমস্ত উচ্চশিক্ষা পর্যন্ত Student's Credit Card Scheme এর কথা জানান মুখ্যমন্ত্রী। 

এদিন তিনি আরও জানান-  ‘নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র, ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার।’


ইতিমধ্যে প্রতিটি শিক্ষা কেন্দ্র থেকে  Student's Credit Card Scheme এর জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ এর জন্য সরকারি নির্দেশিকা জারি হয়েছে। 

ছাত্রছাত্রীরা কীভাবে এই নতুন সুযোগ লাভ করবে তার জন্য নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। 

তবে জানা গিয়েছে খুব সহজেই এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদন করবার জন্য প্রয়োজন হবে-
  • Bank Account no. 
  • Passbook/Checkbook, 
  • Aadhar Card
  • Admission Receipt
এই বিষয়ে ইতিমধ্যে THE WEST BENGAL UNIVERSITY OF TEACHERS' TRAINING, EDUCATION PLANNING AND ADMINISTRATION- এর পক্ষ থেকে NOTICE জারি করা হয়েছে। দেখে নিতে পারেন সেই নোটিশ- CLICK 

Nodal Officer for Student's Credit Card

Director of Public Instruction, Education Directorate, Govt of West Bengal
Memo No. ED-062/2021    Date: 27.05.2021

Sir/Madam,
This is to inform you that the State Government in the Higher Education Department is going to launch West Bengal Student's Credit Card Scheme very soon. It has been decided that there will be a Nodal Officer at each Institution level for the scheme.

As the training programme will be start very soon, I request you to kindly inform the Name, e-mail ID and Mobile number of the Nodal Officer urgently to the respective JDPIs.


Yours faithfully,

Sd/- Prof. Jayasri Ray Chaudhuri
Director of Public Instruction
Education Directorate, Govt of West Bengal
Bikash Bhavan, Salt Lake, Kolkata 700 091