Jyeshtha Purnima 2021: আজ জ্যেষ্ঠা পূর্ণিমা 




আজ জ্যেষ্ঠা পূর্ণিমা [Jyeshtha Purnima]। ভোর ৩:২৩ মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই তিথি চলবে, ২৫ জুন রাত ১২:০৯ মিনিট পর্যন্ত। এই সময় গুজরাত, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে মহিলারা নানান ধরনের ব্রত পালন করেন।



জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি জ্যেষ্ঠা পূর্ণিমা [Jyeshtha Purnima] হিসাবে পরিচিত। জ্যৈষ্ঠ পূর্ণিমার উপবাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে তাঁর ইচ্ছা পূরণ হয়।


জ্যেষ্ঠা পূর্ণিমার উপবাসে গঙ্গা নদী বা কোনও পবিত্র নদীতে স্নান ও দান করার কথা বলা হয়। এই দিনে ভাত পূর্ণিমা  [Vat Purnima] পালন করা হয় এবং কবিড়দাস জয়ন্তীও উদযাপিত হয়।