কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক-করোনার ৩ ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার




করোনার ৩ ধরনের ভ্যাকসিন কোভিশিল্ড, কোভ‍্যাকসিন ও স্পুটনিক-র দাম বেঁধে দিল কেন্দ্র। জানা যাচ্ছে, কোভিশিল্ড ৭৮০ টাকায়, কোভ্যাকসিন ১,৪১০ টাকায় ও স্পুটনিক ১,১৪৫ টাকায় দেওয়া যাবে বেসরকারি হাসপাতালগুলিতে। 



এর আগে জাতির উদ্দেশে ভাষণে টিকাকরণের সার্ভিস চার্জ ১৫০টাকা করার ঘোষনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এদিন সার্ভিস চার্জ-জিএসটি নিয়ে ভ্যাকসিনের দাম বাঁধল স্বাস্থ্যমন্ত্রক। নির্ধারিত দামের বেশি নিলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কেন্দ্রের। 



এদিকে, বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা জানাচ্ছে করোনা ভ‍্যাকসিন চড়া দামে বিক্রি করছে অনেকেই এমন অভিযোগ এসেছে ফলে সেদিক থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন প্রস্তুতকারকদের থেকে ভ্যাকসিন কেনার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য এক প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিডের উত্‍স নিয়ে বাড়তি তথ্য দেওয়ার জন্য চিনকে আর চাপ দিতে তারা রাজি নয়।