বিদ্যাসাগরের পড়াশোনার দায়িত্ব নিল শিক্ষক শিক্ষিকারা



বিদ্যাসাগরের পড়াশোনার দায়িত্ব নিল শিক্ষক শিক্ষিকারা। এবার অসহায় দরিদ্র সবজি বিক্রেতা বিদ‍্যাপাগরের পাশে দাড়ালো জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা । আজ দিনবাজার পুলে সবজি বিক্রেতা বিদ্যাসাগর পাশোয়ান ও তার মার হাতে পড়াশোনার সামগ্রী ও খাবার তুলে দেন তারা। পাশাপাশি পড়াশোনারও দায়িত্ব নিলেন তারা।

কয়েকদিন আগে  শিশু ছাত্র সবজি বিক্রেতার পাশে দাড়িয়েছিলো জলপাইগুড়ি গ্রীন ভ‍্যালি। সবজি বিক্রেতা বিদ‍্যাসাগর পাশোয়ানের  মা  সুনিতি পাশোয়ানের হাতে দুমাসের সব ধরনের খাদ্য সামগ্রী ও বেশ কিছু আর্থিক সাহায্য তুলে দেয়। 

উল্লেখ্য  লক ডাউন থেকে শুরু করে আজ পযর্ন্ত বিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবার জন্য রাস্তায় রাস্তায় সবজি বিক্রি শুরু করে শিশু ছাত্র দশ বছরের বিদ‍্যাসাগর। বাড়ির পরিস্থিতি অত্যন্ত খারাপ। পেট ভরে খাবার টুকু খেতে পারতোনা সে। এই স‌ংবাদ শোনা মাত্রই গ্রীন ভ‍্যালি সেই পরিবারের হাতে  আর্থিক দান ও খাদ্য সামগ্রী তুলে দেয় ।পাশাপাশি আগামী তেও তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন তারা‌।