রাত পেরোলেই জামাই ষষ্ঠী- দেদার বিক্রি তালপাতার পাখা 



রাত পেরোলেই জামাই ষষ্ঠী। একদিকে যখন রাজ্যে বিধি নিষেধে ছাড় দেওয়া হচ্ছে সে সময় তাল পাতার পাখা বিক্রিতে আশার মুখ দেখছেন পাখা বিক্রেতারা। 

যদিও এই বার করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে অনেক দোকানই। তবুও অল্প সময়ের মধ্যেও বিক্রি শুরু হয়ে গেছে পাখার।

তবে গতবারের থেকে এই বার পাখা পিছু পাচ থেকে দশটাকা দাম বেড়েছে ।