Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফ্রন্টে আছি, মোর্চায় নয়- সাংবাদিক বৈঠকে জানালো রাজ্য ফরওয়ার্ড ব্লক

ফ্রন্টে আছি, মোর্চায় নয়- সাংবাদিক বৈঠকে জানালো রাজ্য ফরওয়ার্ড ব্লক



বামফ্রন্টে (Left Front) থাকলেও, কোনও জোট বা মোর্চাতে থাকবে না ফরওয়ার্ড ব্লক (Forward Block)। শনিবার সাংবাদিক সম্মলেন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফ্রন্টের অন্যতম শরিক দল। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্টির রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, 'বামফ্রন্টই আসল। বামফ্রন্টই আগামীদিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। সেটা নির্বাচন হোক কিংবা গণ আন্দোলন। ফ্রন্টই ঐক্যবদ্ধভাবে লড়বে।' 

তিনি আরও বলেন, 'কোনও জোট বা মোর্চাতে থাকবে না ফরওয়ার্ড ব্লক।' 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code