Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিত্যাক্ত মেয়েটি আজ মডেল দুনিয়ার শিরোনামে

পরিত্যাক্ত মেয়েটি আজ মডেল দুনিয়ার শিরোনামে 





জটিল জিনগত রোগ অ্যালবিনিজমে আক্রান্ত হওয়ায় মেয়েকে অনাথ আশ্রমে ফেলে গিয়েছিলেন বাবা-মা। আর ১৬ বছর পর সেই মেয়েই খ্যাতির শিখরে।



মডেল হিসেবে ইতিমধ্যেই বেশ নাম করেছেন হুয়েই। ফ্যাশন দুনিয়ার প্রথম সারির পত্রিকা ভোগের হয়ে মডেলিং করে সাড়া ফেলে দিয়েছেন। ডিজাইনার মহলেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। কাজ করেছেন দুনিয়ার সেরা ডিজাইনার এবং ফোটোগ্রাফারদের সঙ্গে।




হুয়ের যখন তিন বছর বয়স, তখন তাকে দত্তক নেন নেদারল্যান্ডসের এক মহিলা। নতুন মা এবং বোনের সঙ্গে চীন থেকে নেদারল্যান্ডসে চলে আসেন হুয়েই।

ঘটনাচক্রেই ১১ বছর বয়সে মডেলিংয়ে আসেন হুয়েই। হংকংয়ের এক ডিজাইনারের সঙ্গে জানাশোনা ছিল তার মায়ের। সেই ডিজাইনার ‘পারফেক্ট ইমপারফেকশন’ নামে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেন। তথাকথিত কিছু শারীরিক অস্বাভাবিকত্ব সত্ত্বেও কী ভাবে ফ্যাশনকে ভালবাসা যায়,তা নিয়েই ফ্যাশন শো।




জীবনের প্রথম ফ্যাশন শোয়েতেই সকলের নজরে পড়েন হুয়েই। পর পর ডাক পেতে শুরু করেন ফ্যাশন ফটোশ্যুটের জন্য। বেশ কিছু মডেলিং এজেন্সিও যোগাযোগ করতে শুরু করে তার সঙ্গে। তার করা একটি ফটোশ্যুটের ছবি প্রকাশিত হয় ফ্যাশন পত্রিকা ভোগে।


হুয়েই জানিয়েছেন, ফ্যাশন দুনিয়ায় দেখতে আলাদা হওয়া যে আসলে আশীর্বাদ তা এখন বুঝেছেন তিনি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code