কসবায় ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর!
বিশ্বজিৎ দাসঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কসবায় ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ যে দেবাঞ্জনকে ‘রাস্তায় দাঁড় করিয়ে পাঁচ হাজার বার ওঠবোস’ করানো উচিত বলেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
সূত্রের খবর, এই ঘটনা নিয়ে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে এমন অপরাধ করার আগে মানুষ ১০০ বার চিন্তা করতে হয়। দেবাঞ্জন দেবের ঘটনায় পুলিশ যেন আপস না করে তার দিকেও নজর দিতে বলেছেন তিনি। কসবার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অনুমান করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে পুরসভার নিচুতলার কয়েকজন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, ডিসিডিডি সৈকত ঘোষের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করছে লালবাজার।
এদিকে যাঁদের শরীরে ভুয়ো টিকা প্রবেশ করেছে তাঁদের শারীরিক অবস্থার দিকে নজরদারি চালানোর জন্য রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
1 মন্তব্যসমূহ
শাস্তি চাই।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊