পরবর্তী বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতের সূচি ঘোষনা




সদ‍্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল‍্যান্ডের কাছে পরাজিত হয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়শিপের খেতাব জিতে নিয়ে কেন উইলিয়ামসনরা। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের। সাউদাম্পটনে বিরাট কোহলিদের পারফরম্যান্স নিয়ে এখনও কাঁটাছেড়া চলছে, প্রশ্ন উঠছে অধিনায়কত্ব নিয়েও এর মাঝেই আগামী বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতের সূচি ঘোষনা করা হল।


আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। করোনার জেরে ব‍্যাঘাত ঘটেছে ক্রিড়াসূচিতেও। এর মাঝেই ৪ঠা অগাস্ট ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাটরা। 


জেনে নেওয়া যাক সূচি:


২০২১-২০২৩ ভারতীয় দলের ক্রীড়াসূচি:


১. ভারত-ইংল্যান্ড- ৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)


২. ভারত-নিউজিল্যান্ড- দু’টি টেস্ট (২০২১)


৩. ভারত-দক্ষিণ আফ্রিকা- তিনটি টেস্ট (২০২১-‘২২)


৪. ভারত-শ্রীলঙ্কা- তিনটি টেস্ট (২০২২)


৫. ভারত-বাংলাদেশ- দু’টি টেস্ট (২০২২)।