ছোট ও মাঝারি সংস্থার কর্মচারীদের জন্য ভ্যাক্সিনেশন অভিযান শুরু করল অ্যাপোলো হাসপাতাল ও আইনক্স স্বভূমি
কলকাতা, জুন ১০: যে সব সংস্থা তাদের কর্মচারীদের ভ্যাক্সিন দিতে এগিয়ে এসেছে কিন্তু নিজেদের জায়গায় কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়ার মত যথেষ্ট পরিসর নেই, এবার তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা হয়েছে। অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতা আর আইনক্স, স্বভূমি একত্রে এক ১০ দিনব্যাপী কোভিড ভ্যাক্সিনেশন শিবিরের আয়োজন করেছে আজ থেকে। এখানে তেমন অনেক সংস্থার কর্মী ভ্যাক্সিন নিতে পারবেন। এই কদিনে প্রায় ১,০০০ মানুষ তাঁদের কোভিশিল্ড ডোজ পাবেন বলে আশা করা হচ্ছে।
সাধারণ নাগরিকদের জন্য ভ্যাক্সিনেশন অভিযান শুরু হওয়ার পর থেকে বহু কোম্পানি “অন সাইট” ভ্যাক্সিনেশন অভিযান চালানোর অনুরোধ নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর কাছে এসেছে। তুলনায় বড় সংস্থাগুলোতে এরকম অভিযান আরম্ভ হয়ে থাকলেও অনেক ছোট ও মাঝারি সংস্থায় করা সম্ভব হয়নি জায়গার অভাবে। ওইসব সংস্থায় সরকারি প্রোটোকল মেনে অপেক্ষা করার জায়গা, টীকা দেওয়ার ঘর আর পর্যবেক্ষণ করার জায়গা চিহ্নিত করার মত যথেষ্ট পরিসর নেই। আজ লঞ্চ হওয়া ভ্যাক্সিনেশন ড্রাইভ এইসব সংস্থাকে তাদের কর্মচারীদের টীকা দিতে সাহায্য করবে।
রাণা দাশগুপ্ত, সিইও, ইস্টার্ন রিজিয়ন, অ্যাপোলো হসপিটালস গ্রুপ বলেন “আমরা যতদূর সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছতে প্রতিজ্ঞাবদ্ধ। যেসব তুলনায় ছোট সংস্থা তাদের কর্মচারী এবং কর্মচারীদের পরিবারগুলোর ভ্যাক্সিনেশনের জন্য আমাদের কাছে আসছিল, সেগুলোর এই সুপ্ত প্রয়োজনটা সম্পর্কে আমরা সচেতন ছিলাম। সেই প্রয়োজন মেটানোর জন্যে আমরা আইনক্স স্বভূমির সাথে জোট বেঁধেছি। আমরা আমাদের পার্টনার আইনক্সকে ধন্যবাদ জানাই এই অভিযানের জন্যে জায়গা দেওয়ায়। একসাথে আমরা জিতব।”
অমিতাভ গুহঠাকুরতা, রিজিওনাল ডিরেক্টর – ইস্ট, আইনক্স লিজার লিমিটেড বললেন “ভ্যাক্সিনেশন কোভিডকে হারানোর সবচেয়ে কার্যকরী পথ। আমরা আমাদের সিনেমা হলের পরিসর এই কাজের জন্যে দিতে পেরে গর্বিত। ভ্যাক্সিনেশনের জন্যে যেহেতু একটা পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশের দরকার হয়, সেহেতু এই অভিযান চালানোর সুযোগ পাওয়া আমাদের উল্লেখযোগ্য সুরক্ষা ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করার মানদণ্ডের স্বীকৃতিও বটে। আমরা এ ব্যাপারেও নিশ্চিত যে আমাদের সুখকর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ ইন্টেরিয়র ডেকরেশন ভ্যাক্সিন নেওয়ার অভিজ্ঞতাটাকে শান্ত ও স্বচ্ছন্দ করবে। আশা করি কলকাতার যতদূর সম্ভব বেশি সংস্থা এই অভিযানের সুবিধা নেবে।”
যেসব সংস্থা এই উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মচারীদের ভ্যাক্সিন দেওয়াতে চায়, তারা যোগাযোগ করতে পারে এইখানে --- সোমনাথ ভট্টাচার্য, ভিপি (বিজনেস ডেভেলপমেন্ট), অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতা, মোবাইল নম্বর ৮৪২০১০৬০০৩।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊