নতুন অতিমারি ব্ল্যাক ফাঙ্গাস, কারা আক্রান্ত হচ্ছেন? কি এই রোগ? জানুন বিস্তারিত
করোনার দাপটের মাঝেই এবার চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি এই রোগকেও অতিমারির আওতায় আনা হয়েছে। সংক্রমণ সামলাতে যথাসম্ভব ব্যবস্থা নিতে রাজ্য গুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।
কী এই ব্ল্যাক ফাঙ্গাস?
মিউকরমাইসিটিস ছত্রাক থেকে এই রোগ হয়। যা বিরল কিন্তু সাংঘাতিক।
নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে দেহে গেলে বিশেষ করে চোখ সহ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের সাংঘাতিক ক্ষতি করতে পারে।
দীর্ঘদিন রোগভোগের জেরে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে এমন মানুষেরা আক্রান্ত হচ্ছেন এই রোগে।
কোভিড সংক্রমণ কাটিয়ে উঠছেন যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস তথা মিউকোরমাইকোসিসের সংক্রমণ।
ডায়াবিটিস, শরীরের কোনও অঙ্গ ট্রান্সপ্লান্ট হয়েছে, ক্যানসার রয়েছে, দীর্ঘদিন ভেন্টিলেটরে রয়েছেন এমন রোগীরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
স্টেরয়ডের ভুল ব্যবহারের জেরে তৈরি হতে পারে সংক্রমণের আশঙ্কা।
দেশের রাজস্থানে ১০০-র রোগী ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্ত। দেশে প্রথম দেখা গিয়েছিল মহারাষ্ট্রে। করোনা থেকে সেড়ে ওঠার পর এই রোগে আক্রান্ত হয়েছে একাধিক রোগী। দেশের বিভিন্ন রাজ্যে একের পর এক ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসকমহলে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে কয়েকজন ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊