Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড় তওতের দাপটে ভেঙে পড়া গাছের সামনে বৃষ্টি ভিজে নাচ অভিনেত্রীর, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ঘূর্ণিঝড় তওতের দাপটে ভেঙে পড়া গাছের সামনে বৃষ্টি ভিজে নাচ অভিনেত্রীর, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Deepika Singh insta



 



ঘূর্ণিঝড় রীতিমতো দাপট দেখিয়েছে মহারাষ্ট্র ও গুজরাত সহ দেশের পশ্চিম উপকূলে। প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ভেঙে পড়েছে বহু গাছ ও খুঁটি হয়েছে প্রানহানি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি। ঝড়ের তাণ্ডবের জেরে সতর্কতা জারি করেছিল প্রশাসন। কিন্তু এই ঝড়ের মাঝেই বৃষ্টি ভিজতে যেন শখ হয়েছিল অউর বাতি হাম খ্যাত টেলিভিশন অভিনেত্রী দীপিকা সিংহের।

Deepika Singh insta



অভিনেত্রী বাড়ির সামনে ভেঙে পড়া গাছের সামনে নাচে করে তা সোশ্যাল মিডিয়ায় দিতেই সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। তাঁর এই কাজকে কাণ্ডজ্ঞানহীন বলে নিশানা করেছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভেঙে যাওয়া গাছগুলির কাছে বৃষ্টি মেখে অনেক ছবিও তুলেছেন তিনি। সেই ছবিগুলিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Deepika Singh insta



অনেকেই যেমন ছবি গুলির প্রশংসা করেছেন তেমনই অনেকে সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ঝড়ের তাণ্ডব সম্পর্কে কিছুটা তো ধারণা থাকা উচিত। এটা একেবারেই বোকা বোকা।ক্যাপশনে দীপিকা লিখেছেন, ঝড়তে তো থামানো যায় না, তাই চেষ্টা ছেড়েছি। নেট পাড়ার একাংশ ছবি গুলির সমালোচনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code