Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: দিনহাটায় বিজেপি কর্মী অমিত সরকারের মৃত্যু কান্ডে নয় মোড়- তদন্তে CID

Breaking News: বিজেপি কর্মী অমিত সরকারের মৃত্যু কান্ডে নয় মোড়- তদন্তে CID


file picture


দিনহাটার পশু হাসপাতালে দিনহাটা শহর মণ্ডল বিজেপি সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে উঠে দিনহাটা। সেদিন দিনহাটায় পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে চক্রান্ত করে খুনের অভিযোগ তুলেছিলো নিশীথ প্রামাণিক ও দীপ্তিমান সেনগুপ্ত।


অপরদিকে দিনহাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ সে সময় দাবী করেছিলেন- ''আমি সিআইডি তদন্তের দাবি করবো, পাশাপাশি বিজেপি যদি কোনও কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করতে চায় করুক।" সেদিন তিনি আরও বলেছিলেন - "মৃতের পকেটে সুসাইড নোট পাওয়া গেছে। কালকে তাকে ভেটাগুড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে অপমান করা হয়েছে সবার সামনে। কালকে কি হয়েছে তার তদন্ত করা উচিত। তাহলেই সব সামনে আসবে। কে তাকে তুলে নিয়ে গেল, কে রেখে গেল। জানার দরকার। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসুক।"




আজ স্যোসাল মিডিয়ায় উদয়ন গুহ বলেন- "২৪ শে মার্চ থানায় বসে দাবি করেছিলাম- অমিত সরকারের মৃত্যুতে CID তদন্ত শুরু"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code