মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত! নবান্নে জানালেন মুখ্যসচিব


করোনা আবহে আগামী ১লা জুন থেকে শুরু হওয়ার কথা মাধ‍্যমিক পরীক্ষা কিন্তু সেই পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজ‍্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রায় প্রতিদিনেই কুড়ি হাজারের কাছাকাছি সংক্রমণ। 

গত এক সপ্তাহ ধরে দিনে মৃত‍্যুর সংখ‍্যাও ছাপিয়ে যাচ্ছে শতাধিক। বন্ধ ট্রেন। রাজ্য আংশিক লক ডাউনে। ফলে একপ্রকার কালো মেঘে ঢেকে গেছে মাধ‍্যমিক পরীক্ষা। 

পরীক্ষা হবে নাকি বাতিল নাকি পিছোবে? সেই চিন্তায় শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী ও অভিভাবক- অভিভাবিকারাও। এমন পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে, এই পরিস্থিতিতে আপাতত মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। একই সুর ছিল সংসদ সভাপতি মহুয়া দাসেরও। 

আজ  নবান্নে সেই সুরেই সুর মেলালেন মুখ্যসচিব। মাধ্যমিক , উচ্চমাধ্যমিক পরীক্ষা জুন মাসে কোনো ভাবেই নয়। নবান্নে জানিয়ে দিলেন মুখ্য সচিব। এই বিষয়ে অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষা দপ্তর এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে।  

এখনো সংসদ বা পর্ষদ কোন বিজ্ঞপ্তি জারি করেনি এই বিষয়ে।

বিস্তারিত আসছে...