Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ্যাকসিন নেওয়া হোক বা না হোক করোনায় ৩ টিপস Chief Scientific Advisor-র

ভ্যাকসিন নেওয়া হোক বা না হোক করোনায় ৩ টিপস Chief Scientific Advisor-র 



শনিবার সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘাওয়ান বলেছেন, টিকা দেওয়া হোক বা না হোক মানুষকে তিনটি বিষয় মেনে চলতে হবে। সরকার ও বিশেষজ্ঞরা মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন, ডাঃ বিজয় রাঘাওয়ান এই তালিকাতে ভেন্টিলেটর যুক্ত করেছেন।




কে বিজয় রাঘবন বলেন, "এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক চাপ পড়ছে। তাই কোনও ধরনের বেনিয়ম সেই চাপ কয়েকগুন বাড়িয়ে দিতে পারে। তাই যাঁদের টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়া হয়েছে, তাঁরা অবশ্যই নিময় মেনে চলুন। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। মানুন দূরত্ববিধি।"




তিনি আরও জানান, করোনার তৃতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে। তবে সেটা কবে আসবে, তা এখনও অজানা। নতুন ঢেউকে আটকানোর জন্য প্রস্তুত থাকা জরুরি। সরকারি হিসেব বলছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু থেমে নেই সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে হোম আইসোলেশনে থাকাদের নির্দেশিকায় খোলা মেলা ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবার ভ্যাকসিন নিলেও একই নির্দেশিকা। এবার প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টাও মাস্ক, দূরত্ব বিধির সাথে ভেন্টিলেটর যুক্ত করলেন করোনা সুরক্ষা বিধিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code