Viral আইলো রে নয়া জামাই-এবারও ব্রাত্য লোকগানের স্রষ্টা 


নয়া দামান



কিছুদিন আগে ‘বড়লোকের বেটি লো’ গানের স্রষ্টা ভারতের বীরভূমের নিভৃতচারী লোক সংগীতশিল্পী রতন কাহারকে একপ্রকার না জানিয়েই তার গান ঘষামাজা করে সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে সংগীত তারকা বাদশা ও পায়েল দেব গেয়েছিলেন আর গানের তালে কোমর দুলিয়েছেন বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই গান হয়ে উঠেছিলো VAIRAL. সম্প্রতি এমনি আর একটি লোকগান ভাইরাল হয়েছে বাংলাদেশে।



মানুষের ঠোঁটে আর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরছে গত শতকের ষাটের দশকের 'আইলো রে নয়া জামাই' গানটি। একসময় এ গান শোনা যেত বিয়েবাড়ি ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। বহুকাল পেরিয়ে সেটি এখন ফেসবুক ইউটিউবে এসেছে ডান্স কাভার হয়ে।




হঠাৎ করেই গানটিকে তরুণদের নজরে আনেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতায়োজক, শিল্পী মুজাহিদুর আবদুল্লাহের মুজা। গানটিতে কণ্ঠ দেন তোসিবা বেগম ও মুজা। নতুন ধরনের সংগীতায়োজনে গানটি বেশ প্রশংসা কুড়ায়। তবে বিতর্ক ওঠে গীতিকবির নাম নিয়ে।




মুজার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে শুরুতে গানটির গীতিকবির নাম লেখা হয় হাসন রাজা। যদিও পরে সেটি সংশোধন করে গীতিকবি হিসেবে লেখা হয় দিব্যময়ী দাশের নাম। তবে এ নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে নানা পর্যায়ে। গীতিকার হিসেবে অনেকের নাম এলেও কোনো গবেষকই সেই কবির নাম নিশ্চিত করতে পারেননি। তবে দিব্যময়ী দাশকেই গানটির মূল কবি হিসেবে পাওয়া যায়।