ফের আরম্ভ হচ্ছে IPL! 




করোনা সংক্রমণের জের আইপিএল ২০২১-এর কয়েকটি ম্যাচ হওয়ার পরেই বন্ধ করে দেওয়া টুর্নামেন্ট। স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ আবার সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবং ফাইনাল অক্টোবরে অনুষ্ঠিত হবে এমনটাই খবর। ১৯ বা ২০ই সেপ্টেম্বর নাগাদ আইপিএল আরব আমির শাহীতে আরম্ভ হতে পারে বলেই জানা যাচ্ছে।


১৪ই সেপ্টেম্বর টেস্ট সিরিজ শেষ করে ১৫ই সেপ্টেম্বর আরবে যেতে রাজি হয়েছেন ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। টুর্নামেন্ট শুরুর আগে ৩দিনের কোয়ারাইন্টিনে থাকবেন খেলোয়াড়রা। এরপর আইপিএল ২০২১ -র বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে আরবে।


ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের মধ্যে বিশদ ও রসদ সরবরাহের জন্য এখনও আলোচনা চলছে তবে আগস্টে ৫ টেস্টের সিরিজের সূচি বদলের জন্য বিসিসিআই ইসিবির কাছে কোনও আনুষ্ঠানিক অনুরোধ বা চিঠি পাঠায়ানি। এমনটাই জানা যাচ্ছে।


পিটিআই সূত্রে, জানা যাচ্ছে, বিসিসিআই- য়ের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা অনুসারে, স্থগিত আইপিএল ১৮, ১৯ বা ২০ই সেপ্টেম্বর আরব আমির শাহীতে শুরু হবে। এবং ফাইনাল ম্যাচটি ৯ বা ১০ই অক্টোবর অনুষ্ঠিত হবে। তিন সপ্তাহের উইন্ডোতে খেলা চালানোর কথা ভাবছে বোর্ড এমনটাই জানিয়েছেন তিনি।