Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরে নক্ষত্র পতন- প্রয়াত হলেন কিংবদন্তী ভাওয়াইয়া শিল্পী বঙ্গরত্ন ধনেশ্বর রায়

উত্তরে নক্ষত্র পতন- প্রয়াত হলেন কিংবদন্তী ভাওয়াইয়া শিল্পী বঙ্গরত্ন ধনেশ্বর রায়





প্রয়াত হলেন কিংবদন্তী ভাওয়াইয়া শিল্পী বঙ্গরত্ন ধনেশ্বর রায় । না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি । ঘটনায় শোকের ছায়া ফালাকাটা সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়েই।

পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ধনেশ্বর রায়। গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানাগিয়েছে যাওয়ার পথেই মৃত্যু হয় বঙ্গরত্ন ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায়ের।

“একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গা খান দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে।”- বলা কিংবদন্তী ভাওয়াইয়া শিল্পী বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের প্রয়ানে শোকস্তব্ধ উত্তরের আপামর জনগণ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code