সাইক্লোন Yash নিয়ে বিশেষ আবহাওয়া বার্তা 



ভূ-বিজ্ঞান মন্ত্রক ভারত মৌসম বিজ্ঞান বিভাগ আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আজ একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আগামী ২২ শে মে ২০২১ নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা আছে। এরপর উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়ে আগামী ২৪ শে মে এটির সাইক্লোনে পরিনত হওয়ার এবং পরবর্তী কালে আরও শক্তি সঞ্চার করে ২৬ তারিখ সকাল নাগাদ পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। 

সতর্কবার্তাঃ

বৃষ্টিপাতঃ-২৫ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলাের দু-একজায়গায় ভারী বৃষ্টি সহ অধিকাংশ জায়গায় হাল্কা থেকে মানের বৃষ্টিপাত হতে পারে যার তীব্রতা ও ব্যাপ্তি ক্রমে আরও বাড়তে পারে।

ঝােড়াে বাতাসঃ- আগামী ২২ শে মে আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে বাতাসের বেগ ঘন্টয় ৪০-৫০ কিমি (সর্বোচ্চ ৬০কিমি প্রতি ঘন্টা) হতে পারে। ২৩ শে মে সকালে এই অঞ্চলে বাতাসের বেগ ঘন্টয় ৪৫-৫৫ কিমি (সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘন্টা) হতে পারে। পর্যায়ক্রমে ২৩ শে মে বাতাসের বেগ ঘন্টায় ৫০-৬০ কিমি (সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টা) এবং ২৪ শে মে সকালে বাতাসের বেগ ঘন্টয় ৬৫-৭৫ কিমি (সর্ব্বোচ্চ ৮৫ কিমি প্রতি ঘন্টা)। এই অঞ্চলে বাতাসের বেগ ২৫ শে মে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

২৪ শে মে বিকেল থেকে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকুলে বাতাসের বেগ ঘন্টয় ৪০-৫০ কিমি সেৰ্ব্বোচ্চ ৬০ কিমি প্রতি ঘন্টা) হতে পারে। পর্যায়ক্রমে ২৫ শে মে বিকেল নাগাদ এই অঞ্চলে বাতাসের বেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি (সৰ্ব্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টা) হতে পারে। ২৬ শে মে পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকবে।

সমৃদ্রের অবস্থাঃ- আগামী ২৩ শে মে ২০২১ নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪-২৬ শে মে নাগাদ মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং ওড়িষ্যা-পশ্চিম উপকুল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র অতি উত্তাল থাকবে।

মৎস্যজীবিদের জন্য সতর্কবার্তা:- মৎস্যজীবিদের আগামী ২৩ শে মে থেকে সমুদ্রে পাড়া দিতে নিষেদ করা হচ্ছে। সাথে যেসব মৎস্যজীবিরা বর্তমানে সমুদ্রে আছেন তাদেরকেও ২৩ শে মের পূর্বে ফিরে আসার অনুরােধ করা হচ্ছে।

[বি. দ্র. - সাইক্লোন সংক্রান্ত আবহাওয়ার পরিবর্তনের দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে। বিষদে জানবার জন্য আমাদের ওয়েবসাইট www.rsmcnewdelhi.imd.gov.in, www.mausam.imd.gov.in www.imdkolkata.gov.in এবং আমাদের ফেসবুক পেজ https://facebook.com/KolkataWeatherlMD লক্ষ্য করুন।]