করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত





করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। চলছে সংক্রমণ চলছে মৃত‍্যু মিছিল। করোনায় মৃত‍্যুর নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত‍্যু হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৭২০। গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা সামান্য কমে ২ লক্ষ ২২ হাজার। সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার। 




আমেরিকা ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল ভারতে। গত কয়েকদিন ধরে সামান‍্য কমেছে দৈনিক সংক্রমণের সংখ‍্যা। দেখাচ্ছে আশার আলো। কিন্তু মৃত‍্যু মিছিল অব‍্যাহত। মৃতের তিন লক্ষের কাছাকাছি পৌঁছেছিল আগেই এবার আমেরিকা ও ব্রাজিলের মতো তিন লক্ষের গণ্ডি পেরিয়ে গেল ভারতও। 




মনে করা হচ্ছে, দেশের বিভিন্ন রাজ‍্যের কড়া বিধিনিষেধ, এলাকাভিত্তিক লকডাউন, সাধারণ মানুষের সচেতনতা এবং টিকাকরণ ও টেস্টিংয়ের সংখ্যা বৃদ্ধির মতো সার্বিক প্রচেষ্টার সুফল ফলেছে বলেই সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানা গিয়েছে। তবে মৃত‍্যুর সংখ‍্যা চিন্তিত করে তুলছে‌। 




করোনার দ্বিতীয় ঢেউয়ে একপ্রকার টালমাটাল পরিস্থিতি দেশজুড়ে। ঊর্ধ্বমুখী সংক্রমণ। বাড়ছে মৃত‍্যুর সংখ‍্যা। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব। গঙ্গায় ভেসে গেছে লাশ। এমন পরিস্থিতির মধ‍্য দিয়ে চলছে দেশ।