কে হচ্ছেন আসামের মুখ‍্যমন্ত্রী? সর্বনন্দা সানোয়াল নাকি হিমন্ত বিশ্বশর্মা? অবশেষে জল্পনার অবসান 




আসামে সংখ‍্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে চলেছে। তবে কে হচ্ছে আসামের মুখ‍্যমন্ত্রী তা নিয়ে বেশ কয়েকদিন থেকেই চলছিল জল্পনা। বারেবারে উঠে আসছিল বিদায়ী মুখ‍্যমন্ত্রী সর্বনন্দা সানোয়াল ও হিমন্ত বিশ্বশর্মার নাম। এনিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও হয় মুখ‍্যমন্ত্রীর দৌড়ে থাকা এই দুই জয়ী বিধায়কের। 




অবশেষে আজ জল্পনার অবসান ঘটে। রবিবার গুয়াহাটির লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর বিজেপির তরফে নতুন মুখ‍্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম ঘোষনা করা হয়। জানা যাচ্ছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের উপস্থিতিতে নিজেদের নেতা হিসেবে হিমন্তকেই বেছে নিয়েছেন বিজেপির বিধায়করা। 




হিমন্ত বিশ্বশর্মা এক সময় কংগ্রেস নেতা ছিলেন। শোনা যায়, কংগ্রেসে তিনি বঞ্চিত আর তাই বিজেপিতে যোগ দিয়েছেন। কংগ্রেসে থাকাকালীন রাহুল গান্ধীর কাছে মুখ‍্যমন্ত্রীত্ব করার আর্জি জানান কিন্তু গলেনি বরফ। ২০১৬-র নির্বাচনে তরুণ গগৈয়ের পরিবর্তে তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে আর্জি জানাতে দিল্লী গেলেও কাজ হয়নি। পরে আসামে ফিরে কংগ্রেস ত‍্যাগ করে বিজেপিতে যোগদান করেন হিমন্ত। বিজেপিতে গিয়ে অসম-সহ গোটা উত্তরপূর্ব ভারতে কার্যত কংগ্রেস শূন‍্য করে ফেলেছেন তিনি। আর এবার পুরষ্কারস্বরুপ পূর্ণ হল তার মুখ‍্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। সূত্রের খবর, সোমবারেই শপথ গ্রহণ করবেন তিনি।