সবচেয়ে বড় ডিসপ্লে স্ক্রিন নিয়ে হাজির Redmi Note 9 Pro Max, জানুন অন্যান্য ফিচার্স‌




ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 9 সিরিজের স্মার্টফোন। Xiaomi এবার একসঙ্গে Redmi Note 9 Pro Max, Redmi Note 9 এবং Redmi Note 9 Pro- স্মার্টফোনও লঞ্চ করেছে। স্মার্ট ফোন গুলির মধ‍্যে সবচেয়ে বড় ডিসপ্লে যুক্ত স্মার্টফোন রয়েছে এই সিরিজেই। Redmi Note 9 Pro Max - সবচেয়ে বড় ডিসপ্লে স্ক্রিন।



Redmi Note 9 Pro Max-এর ফিচার্স

ডিসপ্লে: 6.6 ইঞ্চ ফুল HD+

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 720G

অপারেটিং সফ্টওয়ার: অ্যান্ড্রয়েড 10 ও MIUI 11

রেয়ার ক্যামেরা: 64 মেগাপিক্সেল ক্যামেরা+ 8 MP+ 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও 2 মেগাপিক্সেলের সেনসর।

ফ্রন্ট ক্যামেরা: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

মডেল: অরা ব্লু, গ্লেশিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক

ব্যাটারি: 5020 mAh ব্যাটারি

RAM: 6GB, 8GB

স্টোরেজ: 64 GB, 128 GB




6GB+64GB মডেলের Redmi Note 9 Pro Max-এর দাম ₹14,999 এবং 6GB+128GB মডেলের দাম ₹16,999। এছাড়াও 8GB+128GB স্টোরেজ মডেলের দাম ₹18,999।