সিঙ্গাপুরে বসে এবার বিশেষ শিশুদের টিকার ব্যবস্থা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবিলায় দু'সপ্তাহের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছেন।
ভারত বর্ষ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে।রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভিড়, বেড নেই।প্রিয়জনকে হারানোর জন্য মন খারাপের পরিবেশ,সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। নিজেদের মত করে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তারকারা।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সুদূর সিঙ্গাপুরে বসে এবার বিশেষ শিশুদের টিকার ব্যবস্থা করলেন।করোনা আক্রান্তদের জন্য নতুন 'কিচেন ওয়ান্ট ফর অল' চালু করেছেন ঋতুপর্ণা, তাঁকে সাহায্য করেছেন অনেকেই। প্রায় ৩৫০ জন করোনা আক্রান্তদের খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা।
অভিনেত্রী কঠিন পরিস্থিতিতে বিবাদ ভুলে একে অপরের পাশে থাকার কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন। আতঙ্ক না করে, সচেতনভাবে থাকার অনুরোধ ঋতুপর্ণার।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন," মানসিকভাবে ভাল নেই কেউ।দিনের পর দিন মানুষের সঙ্গে মানুষের দেখা হচ্ছে না, কাছের মানুষদের হারিয়ে ফেলছেন অনেকে। আমার মাও একা রয়েছেন কলকাতায়। বাড়িতে কেউ আসছে না অনেক দিন, কারোর সঙ্গে দেখা নেই, শরীরও ভাল না, তাই তাঁর মায়ের জন্য চিন্তায় আছি। কিন্তু আমাদের আশা রাখতে হবে, হেরে গেলে চলবে না। আমি ছেলে মেয়েকে নিয়ে স্বামীর কাছে সিঙ্গাপুরে রয়েছি। তাই মাকে মিস করছি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊