বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা





অতিমারী পরিস্থিতিতে বিপর্যস্ত দেশ। অতিমারির কথা মাথায় রেখে আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র। চলতি বছরের ৩১ জুলাই ছিল আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ এক ধাক্কায় তা দুমাস বাড়ানো হল। নতুন ঘোষণা অনুযায়ী,৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ। এর পাশাপাশি ৩১ অক্টোবর থেকে অডিটের কাজের সময়সীমা বেড়ে হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।




CBDT-র তরফে জানানো হয়েছে, করোনা আবহে নানারকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে করদাতাদের। তাই সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আয়কর রিটার্নের জন্য নতুন পোর্টাল খুলতে চলেছে আয়কর বিভাগ। আগামী ৭ জুন থেকে সেই পোর্টাল চালু হবে। যার জেরে আয়কর দপ্তরের বর্তমান পোর্টালটি আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে।




প্রসঙ্গত, ক্রমাগত দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করছে। এমন পরিস্থিতিতে একাধিক রাজ‍্য লকডাউনের পথে হেঁটেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনকে শেষ হাতিয়ার হিসেবে ব‍্যবহার করার কথা বললেও ধাক্কা খাওয়ার পথে দেশের অর্থনীতি। দেশের বর্তমান পরিস্থিতিতে নানাভাবে বিধ্বস্ত মানুষ সেই কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা।