৬দিন বন্ধ থাকবে আয়কর পোর্টাল, নতুন পোর্টাল আনছে দপ্তর
১লা জুন থেকে ৬ই জুন পর্যন্ত বন্ধ থাকবে আয়কর দপ্তরের পোর্টাল। আর ৭ই জুন নতুন পোর্টাল আনছে আয়কর দপ্তর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৬দিন চালু পোর্টাল বন্ধ থাকবে। সেই কারণে আগেভাগেই কাজ গুছিয়ে নিতে বলা হয়েছে কর্মী-আধিকারিকদের। আয়কর আধিকারিকদের চালু পোর্টাল থেকে আয়করদাতাদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এই কয়েকদিন পোর্টাল বন্ধ থাকায় সমস্যার মুখে পড়বেন আয়করদাতারাও। কারণ, আয়কর রিটার্ন জমা করতে অনেকটা সময় এই পোর্টালে ব্যস্ত থাকতে হয় তাঁদের।
পাশপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়কালে কোনো হিসেবে ফাইনাল না দিতছ বলা হয়েছে। ১০ই জুনের পর আয়করদাতাদের সব ধরনের শুনানির সুযোগ ও সম্মতি দেওয়া হবে। ৭ জুন থেকে তিন দিনে পোর্টালের সঙ্গে যাতে আয়করদাতারা সড়গড় হতে পারেন, তাই এই সুযোগ দেওয়া হয়েছে তাঁদের। বিজ্ঞপ্তি অনুসারে, ফিল্ড অফিসাররা ই-প্রসিডিংস ইফাইলিং পোর্টাল বা NeAC/NFAC এর মাধ্যমে যোগাযোগ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঠাতে পারবে সমন, স্থগিতাদেশ, নোটিস।
আইটিবিএ সিস্টেমে কাজ করার জন্য ১ জুনের আগেই ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম, পিডিএফফ ডাউনলোড করে রাখতে হবে আধিকারিকদের। যেসব করদাতাদের সাথে যোগাযোগের প্রয়োজন নেই সেগুলি মিটিয়ে আইটিবিএতে সব হিসেবনিকেশ রেখে দেওয়ার কথা বলা হয়েছে। ৭ জুন নতুন আয়কর জমা দেওয়ার পোর্টাল লাইভ হলেই সেখানে সব দেখা যাবে। যদিও মাঝের কিছুদিন সাময়িক সমস্যার মুখে পড়তে হবে তাঁদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊