সাংবাদিক, বাসকর্মী ও সার্কাস কর্মীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন 


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান 


করোনা সংক্রমণ রুখতে সাংবাদিক দের দেওয়া হলো করোনা ভ্যাকসিন।পাশাপাশি সরকারী বাস কর্মী ও সার্কাস কর্মীদেরদের দেওয়া হলো করোনা ভ্যাকসিন।


দেশের সাথে সাথে রাজ্য ও পূর্ব বর্ধমান জেলাতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।যদিও রাজের সাংবাদিকদের কভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেন রাজ্যের তৃতীয় বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে ঘাটে রাস্তায় নেমে কাজ করেন সাংবাদিকরা।তাই সাংবাদিক দের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে আজ পূর্ব বর্ধমান জেলার সাংবাদিক দের দেওয়া হলো কো-ভ্যাকসিন। এদিন বর্ধমান সাংস্কৃতিক লোকো মঞ্চের পেক্ষাগৃহ থেকে ৫৬ জন সাংবাদিক নেনে কো-ভ্যাকসিন।