লকডাউনের সুযোগে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ, মাইকিং করা হল সতর্ক



ভাতারের মুরাতিপুর বাজারে লকডাউনের সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বেশি নেওয়ায় চাঞ্চল্য


পূর্ব বর্ধমান:- 

গোটা রাজ্যে করোনা মহামারীর জন্য রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যে ভাতারের মুরাতিপুর বাজারে লকডাউনের দোহাই দিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। মূলত মুদিখানা ,শাকসবজি ও ফলের ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছেন।


তাই স্থানীয় মানুষজন তড়িঘড়ি বিষয়টি জানায় স্থানীয় তৃণমূল কার্যালয়ে। আজ ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিং করে প্রচার করলেন মুরাতিপুর বাজারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মী আমির শেখ জানিয়ে দেন, আগামীতে মুরাতিপুর বাজারে ব্যবসায়ীরা যদি জিনিসের দাম বেশি নেয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।



অপরদিকে মুরাতিপুর গ্রামের বাসিন্দা রহিম শেখ জানান, পাশাপাশি যে সমস্ত বাজার রয়েছে যেমন বলগোনা, আলিনগর ,ভাতার সেখানে জিনিসপত্রের কোন মূল্যবৃদ্ধি হয়নি ,অথচ মুরাতিপুর বাজারে জিনিসপত্রের দাম বেশি নিচ্ছে। তাই আমরা বিষয়টি তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে জানায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ মাইকিং করে প্রচার করছেন ।আমরা তৃনমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই।