PVC Aadhaar card পাবেন কীভাবে? জানুন বিস্তারিত



ডেবিট কার্ডের মতো শক্তপোক্ত আধার কার্ড পেতে পারেন আপনিও, খরচ মাত্র ৫০ টাকা। সাধারণতআধার কার্ড আকারেও বড়ো। ফলে আধার কার্ড বয়ে বেড়াতে অনেক সমস্যা। ভিজে যাওয়া থেকে চাপ পড়া সবেতেই যেন একটা আলাদা হুশিয়ারি রাখতেই হয়। ফলে এবার অন্যান্য কার্ডের মতো আধার কার্ডও অনায়াসে মানি ব্যাগে নিয়ে বইতে পারে মানুষ, পাশাপাশি ভিজে নষ্ট হওয়ার হাত থেকেও বাঁচাতে প্যান কার্ড বা ডেভিড কার্ডের মতো শক্তপোক্ত PVC আধার কার্ডের ব্যবস্থা করেছে সরকার।


PVC Aadhaar card পেতে আপনাকে মাত্র ৫০ টাকা খরচ করতে হবে। পিভিসি আধার কার্ডে থাকবে QR code. ছবি ও অন্য তথ্যও থাকবে। এই কার্ড পুরোপুরি ওয়াটারপ্রুফ এবং বহণ করাও সহজ।


uidai.gov.in অথবা resident.uidai.gov.in -এর ওয়েবসাইটে গিয়ে এই কার্ড অর্ডার করতে পারবেন আপনিও।

UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে 'Order PVC Card- লিঙ্কে ক্লিক করুন।

এরপর আপনার আধার নম্বর অথবা ইআইডি দিন।

তার পর পেমেন্ট করে অর্ডার করুন।

আবেদনের কিছুদিনের মধ্যেই আপনার পোস্ট অফিস মারফত সেই কার্ড পৌঁছে যাবে আপনার কাছে।আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এই সুবিধা পাবেন। আবেদন করতে ক্লিক করুন- uidai.gov.in