প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়


প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অসুস্থতার কথা জানিয়ে ভোটে না দাড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। 


মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন তিনি। প্রায় ২৫দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। নানা কারণে অসুস্থ থাকার পর এদিন প্রয়াত হন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 



শিক্ষাজগত থেকে রাজনীতির আঙিনায় পা দিয়ে ২০১১ সালে তৃণমূলের প্রথম পর্বে তিনি ছিলেন কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রী। সাহিত‍্যিক মহাশ্বেতা দেবীর সুপারিশে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। জিতেই মন্ত্রী হয়েছিলেন তিনি। তাঁকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও করা হয়েছিল। ২০১৬-তেও জয় পান। কিন্তু একুশের বিধানসভার আগে অসুস্থতার কথা জানিয়ে ভোটে দাড়াবেন না বলে জানিয়ে দেন।