বোল্ড লুকে লেন্সবন্দি প্রিয়াঙ্কা 





বলিউড থেকে টলিউড সর্বত্র এখন সাহসী ছবিতে ধরা দিচ্ছেন অভিনেত্রীরা। তাঁদের আবেদনময়ী লুক যেমন সোশ‍্যাল মিডিয়ায় প্রশংসিত তেমনি কটাক্ষ করতেও ছাড়েনা নেট পাড়ার একাংশ। প্রতিদিন সামার সল্ট পিকচার ভাইরাল হচ্ছে অভিনেত্রীদের এবার ভাইরাল প্রিয়াঙ্কার বোল্ড লুক। কিছুদিন আগেই রাইমা সেনের উষ্ণ ছবি নেট পাড়ায় ভাইরাল হয়। তথাগত ঘোষের ক‍্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেঞ রাইমা। 





রাইমার পর এবার তথাগত ঘোষের লেন্সবন্দি হলেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার রিউমায বয়ফ্রেন্ড তথাগত। প্রিয়াঙ্কা এবং তথাগত দুজনের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই গুঞ্জন যদিও প্রিয়াঙ্কা বরাবরই বলেছেন দুজনের মধ্যে গাঢ় বন্ধুত্ব রয়েছে।

তথাগতের ক‍্যামেরাবন্দি প্রিয়াঙ্কা 




হালকা আইভরি রঙের বিকিনি, হাতের ও পায়ের ট্যাটু স্পষ্টে সমুদ্র সৈকতে বালির উপর বসে রয়েছেন প্রিয়াঙ্কা। সেলিব্রেটেড ফোটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরার বারবার তিনি অন‍্য অন‍্য অবতারে ধরা দিয়েছেন। নায়িকার এই হট ছবিতে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।