২৪ ঘণ্টা নজরদারি চলছে, ব্লকে ব্লকে কন্ট্রোলরুম, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
আজ নবান্নে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান "উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ, বর্ধমান কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। দিঘা, শঙ্করপুর এলাকায় জল ঢুকে গিয়েছে। যদিও ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বাংলার ৪০০০ রিলিফ ক্যাম্প এবং কিছু স্কুলবাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজরদারি চলছে। ব্লকে ব্লকে কন্ট্রোলরুম খুলে নজরদারি করা হচ্ছে। মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি।"
এদিন তিনি আরও বলেন, "ল্যান্ডফলের পরই বোঝা যাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জল বেড়ে যাওয়াটা চিন্তার বিষয়। যদিও নানারকম পাম্পিং সিস্টেমে কাজ করা হচ্ছে। ফিরহাদ হাকিম বাড়ি থেকে কাজ করছেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊