Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়াশুনা চলতে চলতে মডেল দুনিয়ায় আসা , আর এখন টলিউড কাপাচ্ছে এই তন্বি

পড়াশুনা চলতে চলতে মডেল দুনিয়ায় আসা , আর এখন টলিউড কাপাচ্ছে এই তন্বি


picture credit: darshana banik insta




পূর্ব কলকাতা গার্লস কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দর্শনা। পড়াশুনা চলাকালীন মডেলিং শুরু করে। এরপর আর পাঁচজন মডেলের মতন দর্শনা কর্মজীবন শুরু করে বিভিন্ন ব্র্যান্ড যেমন কালার্স‌, ভোডাফোন, এবং বোরোলিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে।


picture credit: darshana banik insta



অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি জোজোতে প্রথম অভিনয় দর্শনার। এর পরেই অরিন্দম শীলের পরিচালনায় 'আসছে আবার শবর'-এ অভিনয়। শুধু বাংলা ছবিই নয় তেলুগু ছবি আতাগাল্লু-তে অভিনয় করেছেন দর্শনা। এর পরেই কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের ছবি মুখোমুখিতে অভিনয় করেন তিনি। এর পরে অয়ন চক্রবর্তীর ষড়রিপু ২- জতুগৃহ ছবিতে কাজ করেন তিনি।


তবে জনপ্রিয়তা অর্জন হৈচৈ প্লাটফর্মের সিক্স নামের ওয়েবসিরিজে দূর্দান্ত অভিনয়ের মাধ্যমে। সুন্দরী মডেল হওয়ার সুবাদে খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতে বরাবরই স্বচ্ছন্দ দর্শনা। স্যোসাল মিডিয়ায় তাঁর একাউন্টে উঁকি দিলেই বোঝা যায় কতটা দর্শনার লাস্যময়ীর শরীরী হিল্লোলে কুপোকাত হয় নেটিজেনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code