করোনা মোকাবিলায় ১৫ দফা আচরণ বিধি প্রকাশ কেন্দ্রের, জানুন বিস্তারিত





করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এমন পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই করোনা বিধি নিষেধ পালন করা বাঞ্চনীয়। নিজের সুরক্ষিত থাকলে অন্যদেরকেও সুরক্ষিত রাখা যাবে। এর আগে সরকার লক ডাউনের পথে হাঁটলেও এবার লক ডাউনকে এড়ানোর পরিকল্পনাই করা হচ্ছে সরকারের তরফে। কারণ, লক ডাউনে ভেঙে পড়বে অর্থনীতি। সমস্যার মুখোমুখি হবে মানুষ। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে ১৫ দফার একটি আচরণবিধি প্রকাশ করল কেন্দ্র।




কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে নির্দেশিকায় ১৫টি আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। কেন্দ্রে মনে করছে এতে সংক্রমণ থেকে কিছুটা হলেও বাঁচবেন সাধারণ মানুষ।


নির্দেশিকা অনুসারে-


  • কাউকে স্বাগত জানানোর সময় শারীরিক স্পর্শ এড়িয়ে চলুন।
  • ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
  • বাইরে বের হলে, সর্দি, জ্বর হলে, ঠান্ডা লাগলে মাস্ক অবশ্যই পরুন।
  • চোখ, নাক ও মুখ হাত দেওয়া এড়িয়ে চলুন।
  • হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখুন।
  • বারবার হাত ধোয়া অভ্যেস করুন। স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজড করুন।
  • ঘর পরিষ্কার রাখুন। এলাকা জীবাণুমুক্ত রাখুন।
  • প্রকাশ্যে রাস্তায় থুতু ফেলা থেকে বিরত থাকুন।
  • বিনা কারণে বাইরে বের হওয়া বন্ধ করুন।
  • কোভিড রোগীদের অযথা হেনস্থা না করে তাদের পাশে দাঁড়ান।
  • জমায়েত এড়িয়ে চলুন।
  • যাচাই না করে করোনা সম্পর্কে কোনও তথ্য ছড়াবেন না।
  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতো কোনও বিশ্বাসযোগ্য মন্ত্রক থেকে করোনা সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।
  • করোনা সম্পর্কে কোনও তথ্য জানতে হলে ফোন করুন জাতীয় টোল ফ্রি নম্বর ১০৭৫ বা রাজ্য সরকারের হেল্পলাইনে।
  • করোনা নিয়ে মানসিক উদ্বেগে সাইকোলজিস্টের সাহায্য নিন।

করোনার কোনও রকম উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বারবার জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। দেখুন কেন্দ্রের সেই নির্দেশিকা-