Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা বিধি শিঁকেয় , হাটে দেদারে চলছে কেনাবেচা

করোনা বিধি  শিঁকেয় , হাটে দেদারে চলছে কেনাবেচা




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 


ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রশাসনিক নির্দেশিকায় বেঁধে দেওয়া হয়েছে হাট-বাজারের সময়সীমা। একসঙ্গে বেশি মানুষের জয়েমাতের উপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে প্রচার চলছে লাগাতার।তাতেও কোনোপ্রকার ভ্রূক্ষেপেই করছেন না এক শ্রেণীর মানুষ। 


প্রশাসনের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সারাদিন খোলা থাকছে সব ধরণের দোকান। শনিবার এই ছবিটাই দেখা গেল ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি হাটে। এদিন সকাল থেকেই হাটে প্রচুর মানুষের ভিড় জমে। যেখানে শারীরিক দূরত্বের দিকে নজর নেই কারো । পুলিশকে দেখাতে সকলেই সঙ্গে মাস্ক রেখেছেন ঠিকই কিন্তু মুখ ও নাক খোলা রেখে থুতনিতে মাস্ক ঝুলিয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। যা এলাকার সচেতন নাগরিকদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code