অবশেষে চিনের নিয়ন্ত্রণহীন রকেট আছড়ে পড়লো মালদ্বীপের কাছে

অবশেষে  চিনের নিয়ন্ত্রণহীন রকেট আছড়ে পড়লো মালদ্বীপের কাছে 



পৃথিবীর ঠিক কোথায় আঘাত হানতে পারে তা নিয়ে সমস্ত জল্পনা-কল্পনা ও শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মহাকাশে নিয়ন্ত্রণহীন চীনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে ভারত মহাসাগরে। মালদ্বীপে এটি আছড়ে পড়ে বলে জানিয়েছে রয়টার্স সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।


রোববার সকালে এটি মালদ্বীপের পশ্চিমের মহাসাগরে পতিত হয় বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে।



২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের ওই রকেট চীনের হাইনান দ্বীপ থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর তার ধ্বংসাবশেষের জন্য অনেকে আকাশের দিকে উদ্বেগ নিয়ে তাকাতে শুরু করেন।


তবে চায়না ম্যানড স্পেইস ইঞ্জিনিয়ারিং অফিস বলছে, ধ্বংসস্তুপের বেশিরভাগটাই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে গেছে।

আসছে বিস্তারিত... 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ