নারদ মামলা: কাল পর্যন্ত আপাতত জেল হেফাজতে থাকতে হবে চার হেভিওয়েটকে, ফের শুনানি কাল 


আজকের মতো শেষ নাযদ মামলার শুনানি। কাল ফের দুপুর দুটোয় হবে শুনানি। আপাতত কাল পর্যন্ত জেলেই থাকতে হবে চার হেভিওয়েটকে। 


হেভিওয়েটের জামিন-স্থগিতাদেশ পুনর্বিবেচনার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জামিন হবে কি হবে না আমরা কেন সিদ্ধান্ত নেব? শুধুমাত্র মানুষের চাপের অভিযোগ ছিল বলে স্থগিতাদেশ দিয়েছি।’ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘দেশের ইতিহাসে এরকম হয়নি।’


এরপরেই বিচারপতির প্রশ্ন, চার্জশিট পেশ করা হলেও  করোনাকালে ধৃতদের শুধুশুধু জেলে রাখার প্রয়োজন আছে কি? পাশাপাশি, ধৃতেরা অসহযোগিতা করেছেন এমন কোনও উদাহরণ আছে কি না, তাও সলিসিটার জেনারেলের কাছে জানতে চান বিচারক। 


সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘অভিযুক্তরা জেলে নেই, তাঁরা হাসপাতালে আছেন‘। তিনি যোগ করেন, ‘এই আদালত সিবিআইকে নিয়োগ করেছিল। তাদেরকেই কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে।’


অন‍্যদিকে, হেভিওয়েটদের পক্ষে সওয়াল করতে গিয়ে  অভিষেক মনু সিঙ্ঘভি। তার কথায়, সিবিআই ছলেবলে এদের জেলে পাঠাতে চাইছে। ‘অভিযুক্তদের না জানিয়ে আদালতে মামলা হচ্ছে। তখন তাদের ন্যায় বিচারের কথা মনে ছিল না?’ বলেন অভিষেক। 


মুখ‍্যমন্ত্রীর নিজাম প‍্যালেস যাওয়া নিয়ে তুষার মেহতা বলেন, , ‘নিজাম প্যালেস ঘেরাও হয়েছে, জোর করে ভেতরে ঢুকতে চেয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ঢুকে তাঁকে গ্রেফতারের কথা বলেছেন।’ নিঃশর্তে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। দেওয়া হয়েছে হুমকি। ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হয়েছে বলেন তিনি। 


অন‍্যদিকে অভিষেক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ করেছেন। তাঁরা কোনও অশান্তি করেননি’। মুখ‍্যমন্ত্রী ও আইনমন্ত্রীর অবস্থান নিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘পুরোটাই গণতান্ত্রিক প্রতিবাদ। কাউকে কাজ করতে বাধা দেওয়া হয়নি। বিচারব্যবস্থাকে বিঘ্নিত করা হয়নি।’


‘এই মহামারীর সময় আদালত পর্যন্ত বলেছে গুরুতর অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার না করতে। আর সিবিআই এভাবে গ্রেফতার করছে’, আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। সিবিআই পুরো বলছে না। ফিরহাদ হাকিম নিজে গ্রেফতার হওয়ার সময় কর্মীদের শান্ত থাকার কথা বলেছেন। আমার কাছে ভিডিও আছে, বলেন তিনি।