'দামে কম, মানে ভালো...' কি এই ‘কাকলি ফার্নিচার’? যা নিয়ে উত্তাল স্যোসাল মিডিয়া




ভাইরাল! কবে কখন কেন ভাইরাল হয়ে যাবে তা ধরতে পারবেন না, কিন্তু ভাইরাল হয়ে যায়। এই যেমন ধরুননা বর্তমানে ট্রেন্ডিং 'দামে কম, মানে ভাল কাকলি ফার্নিচার...'

ঠিক গতবছর এমনি সময়ে ভাইরাল হয়েছিলো বিনোদ, ছোট্ট একটা কমেন্ট থেকে দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় এই বিনোদ।

আর এবারে 'দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার' বাংলাদেশের একটি ফার্নিচারের বিজ্ঞাপন থেকে বর্তমানে আপামর স্যোসাল মিডিয়া ব্যবহারকারী বাঙালির কাছেই ভাইরাল হয়েছে ।

বাংলাদেশের এক আসবাবের দোকানের অভিনব বিজ্ঞাপন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাকলি ফার্নিচার নামের ওই দোকানের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় ভিডিয়ো বিজ্ঞাপনটি। সেখানে দুটি শিশুকে দেখা যাচ্ছে। তারা কখনও দোকানের সোফার গদিতে লাফাচ্ছে। আবার কখনও বা আরামাকেদারায় দোল খাচ্ছে।

আর সমস্ত ভিডিও জুড়েই বলতে শোনা যাচ্ছে, 'দামে কম, মানে ভাল, কাকলী ফার্নিচার।' সম্ভবত, দুই শিশুই একসঙ্গে সেটি বলছে।

আর তার জেরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। দুই শিশুর একসঙ্গে বিজ্ঞাপনের ভয়েস ওভারের ধরনেই বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা।