বুধবারেও হবে না নারদ মামলার শুনানি





ফিরহাদ, শোভন, মদন, সুব্রত চার হেভিওয়েটকে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই। এরপরেই উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজ‍্যে। কলকাতা হাইকোর্টে চলে শুনানি। ধৃতদের জেল হেফাজত নিয়ে দুই বিচারপতির মতের অমিল হওয়ায় চার ধৃতকেই শর্ত সাপেক্ষ জামিন দেয় আদালত। চারজনকেই গৃহবন্দির থাকার নির্দেশ দেয়। গঠিত হয় বৃহত্তর বেঞ্চ। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে চলছে শুনানি। আগামী কাল বুধবার শুনানি হওয়ার তারিখ। 




বুধবারেই রাজ‍্যে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশ। আর তার জেরেই বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট। আর তাই এদিন নারদ মামলার শুনানি হচ্ছে না। সাইক্লোনের ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ২৬ ও ২৭-মে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্ট। ফলে তৃণমূলের চার হেভিওয়েট নেতার গৃহবন্দী থাকার মেয়াদ বাড়ল আবার।







হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২৬ ও ২৭ মে, যান চলাচলের সমস্যা, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মামলার শুনানি সম্ভব নয়।এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে’। অন‍্যদিকে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আবেদনে একাধিক ভুল থাকায় সোমবার আর্জি বাতিল হয়ে যায়। ফের আবেদন করা হয়েছে বলে খবর। একদিকে হাইকোর্টে মামলার শুনানি হচ্ছে না বুধবার অন‍্যদিকে সুপ্রিম কোর্টে সিবিআই দুই ঘটনায় অনিশ্চয়তার দিকে চার হেভিওয়েটের ভবিষ‍্যৎ।