নারদ মামলায় ৫বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন
নারদ মামলায় গঠিত হল বৃহত্তর বেঞ্চ। ৫ বিচারপতি নিয়ে গঠিত হয়েছে এই বেঞ্চ। আগামী সোমবার এই বেঞ্চেই হবে শুনানি। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন । এই বেঞ্চের সামনে ৪ নেতার জামিনের ওপর স্থগিতাদেশ, সিবিআই-এর অন্য রাজ্যে মামলা সরানো সহ সব আবেদন উঠবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।
শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে চার হেভিওয়েট নেতার। কিন্তু চার হেভিওয়েট নেতার জামিন মঞ্জুর নিয়ে দুই বিচারপতির মতভেদের জেরেই আদালত নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি হওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো গঠিত হয়েছে বেঞ্চ। তবে জামিন পেলেও গৃহবন্দি থাকতে হবে ওই চার হেভিওয়েটকে।
প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, যে নেতা-মন্ত্রীরা সরাসরি প্রশাসনিক কাজে যুক্ত, তাঁরা গৃহবন্দি থাকলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত প্রশাসনিক কাজকর্ম ও মিটিং করতে পারবেন। সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে। সিবিআই-কে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছে।
পাশাপাশি, গৃহবন্দি নিয়ে জেল কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নেতারা কার সঙ্গে কি কথা বলছেন, কে বাড়িতে আসছেন, যাচ্ছেন সব রেকর্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, বাড়ির বাইরে সিসি ক্যামেরা না থাকলে বসানোর নির্দেশও দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊